বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের দুই উপজেলায় ইউনিলিভারের পণ্য বিপণন করবে এলবিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এলবিয়ন ডিস্ট্রিবিউশন।
রোববার (৪ অক্টোবর) এক অনুষ্ঠানের মাধ্যমে এ ডিস্ট্রিবিউশন কার্যক্রমের যাত্রা শুরু হয়। ইউনিলিভারের উৎপাদিত পণ্য এলবিয়ন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে চট্টগ্রামের আনোয়ারা এবং বাঁশখালি উপজেলায় বিপণন করবে।
এর আগে আনোয়ারা উপজেলার বেলছড়া ইউনিয়নের সিএফএল সড়কস্থ স্বপ্ন বাড়িতে অবস্থিত এলবিয়ন ডিস্ট্রিবিউশন অফিস ও ডিপোর কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মাহমুদ হাসান, এরিয়া ম্যানেজার তাহসিন মাহমুদ ও টেরিটরি ম্যানেজার রিয়াজ হোসেন।
এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত বলেন, প্রাথমিকভাবে আমরা চট্টগ্রামের দুইটি উপজেলায় ইউনিলিভারের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে কার্যক্রম শুরু করছি। ক্রমান্বয়ে এর পরিধি আরও বাড়ানো হবে।
প্রসঙ্গত, এলবিয়ন গ্রুপ জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদনে অত্যন্ত সফল, জনপ্রিয় ও স্বনামধন্য একটি শিল্পগ্রুপ। ওষুধের গুণগত মানের জন্য আইএসও ২০০১ ও ২০০৮ সনদও অর্জন করেছে এই প্রতিষ্ঠানটি। গত কয়েক বছর ধরে ১২-১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে কোম্পানিটি। এছাড়াও বিভিন্ন সেবামূলক সামাজিক কাজেও যুক্ত রয়েছে।
অপরদিকে ইউনিলিভার একটি ভোগ্যপণ্য উৎপাদনকারী বহুজাতিক কোম্পানি। যার হেডকোয়াটার রটার্ডাম নেদারল্যান্ডস। এই প্রতিষ্ঠানের পণ্যগুলোর মধ্যে রয়েছে খাদ্য ও পানীয় (প্রায় কোম্পানীর রেভিনিউর ৪০ শতাংশ), পরিষ্কারক পণ্য ও প্রসাধনীসামগ্রী। এটি বিশ্বের সবচেয়ে বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি ইউরোপের সবচেয়ে পুরনো দামী কোম্পানিগুলোর মধ্যে সপ্তম।
ইউনিলিভার সবচেয়ে পুরনো কোম্পানীগুলোর মধ্যে অন্যতম। যার পণ্য বিশ্বের ১৯০টি দেশ প্রাপ্য। বিগত ৫০ বছর ধরে বাংলাদেশেও প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। সরকারের রাজস্ব খাতেও প্রতিষ্ঠানটি বড় ভূমিকা রাখছে।
বাংলাধারা/এফএস/এএ