৮ জুলাই ২০২৫

ইউনিয়ন ছাত্রলীগ থেকে উপজেলা ছাত্রলীগের কর্ণধার মাসুদ করিম

শাহ আব্দুল্লাহ আল রাহাত, মিরসরাই »

ছাত্র রাজনীতিতে উত্থান পতন কিংবা সময়, অসময়ের গল্প প্রত্যেক ছাত্রনেতার রাজনৈতিক ক্যারিয়ারে খুব স্বাভাবিক একটি ঘটনা। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দাপিয়ে বেড়ানো ছাত্রনেতার সংখ্যা কম নয়। অনেকে আবার ওর্য়াড ছাত্রলীগ থেকে হয়েছেন উপজেলা কিংবা জেলা ছাত্রলীগের কর্ণধার।

মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মাসুদ করিম রানা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেন ছাত্রলীগের রাজনীতিতে ২০০৮ সালে ওর্য়াড ছাত্রলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। এরপর ২০১৪ সালে খৈয়াছরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।অন্য এক ছাত্রলীগ কর্মীর মামলা নিজের কাঁধে নিয়ে গিয়েছিলেন কারারগারে। তবে সাংগঠনিক দক্ষতায় এরপর পৌঁছে যান উপজেলা ছাত্রলীগে। নির্বাচিত হন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

উপজেলা ছাত্রলীগ থেকে ধীরে উত্তর চট্টগ্রামে ছাত্র রাজনীতি থেকে কেন্দ্রীয় ছাত্রলীগ পর্যন্ত পদচারণ ছিলো মাসুদ করিম রানার। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নাম রয়েছে মাসুদের।

সর্বশেষ মিরসরাই উপজেলা ছাত্রলীগের রাসেল-ফরহাদ কমিটিতে সাংগঠনিক সম্পাদক থাকলে ও ১৭ অক্টোবর ঘোষিত মিরসরাইয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়ে সরাসরি মিরসরাই উপজেলা ছাত্রলীগের মসনদে আহরণ করেন মাসুদ করিম রানা।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ