ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

ঈদগাঁওয়ের সুপারি বাগানে মিলল টমটম চালকের লাশ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের ঈদগাঁওয়ের জালালাবাদ ইউনিয়নের মিয়াজীপাড়ায় সুপারি বাগান থেকে এক টমটম চালক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির।

মরদেহ উদ্ধার যুবকটি চৌফলদন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে টমটম চালক মোরশেদ আলম (২৫) বলে জানিয়েছেন তার বাবা শামশুল আলম ও বড় ভাই মনছুর আলম। বুধবার রাত হতে মোরশেদ নিখোঁজ ছিলো এবং সকালে মিললো তার রক্তাক্ত লাশ।

নিহতের বাবা শামশুল আলম জানান, প্রতিদিনের মতো বুধবার বাড়িতে মাছ তরকারি দিয়ে ইজিবাইক নিয়ে বেরিয়ে পড়ে মোরশেদ। রাত অবধি বাড়িতে ফিরে না আসলে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েছি। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিয়াজিপাড়ায় একটি লাশের খবর দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। এসে দেখি এটি আমার ছেলের লাশ।

তিনি আরো বলেন, ১০/১২ দিন পূর্বে তুচ্ছ ঘটনা নিয়ে মোরশেদকে দেখে নেয়ার হুমকি দিয়েছিল স্থানীয় কয়েকজন ব্যক্তি। ধারণা করা হচ্ছে রিজার্ভ ভাড়ার কথা বলে ডেকে এনে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। ইজিবাইকও (টমটমট) পাওয়া যাচ্ছে না।

খবর পেয়ে নিহত মোরশেদের স্বজনরা ছুটে আসেন ঘটনাস্থলে। তাদের কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে। এক পর্যায়ে ঘটনাস্থলের আশপাশ এবং লাশ দেখতে আসা লোকজনের মধ্যে শোকাহত পরিবেশ তৈরি হয়।

স্থানীয় ওয়ার্ড মেম্বার ওসমান সরওয়ার ডিপু জানান, মিয়াজি পাড়া এলাকার সৌদি প্রবাসী আবু সাঈদ সবুজের বাড়ির সুপারী বাগানে একটি লাশ দেখতে পান কোমলমতি শিশুরা। পরে বাড়ির লোকজন তাকে অবগত করেন। তিনি স্থানীয় থানা পুলিশকে খবর দিলে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরী করে সিআইডির ফরেনসিক বিভাগ ও পিবিআইয়ের দুটি টিমকে খবর দপয়। তার ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এবং হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি ছুরি উদ্ধার করেন।

ছোট ভাই মোরশেদের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বড় ভাই মনছুর আলম।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির জানান, এলাকাবাসীর দেয়া তথ্যে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সিআইডি ফরেনসিক বিভাগ ও পিবিআই এসে নমুনা সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চালিয়ে যাচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, এমনটি জানিয়েছেন ওসি।

আরও পড়ুন