বাংলাধারা প্রতিবেদক»
চট্টগ্রামের ইপিজেড থানার লেবার কলোনি এলাকায় ছুরিকাঘাত করে আবদুর রহিম বাচন (৪০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বন্দর গেইটের বিপরীতে লেবার কলোনির মুখে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আব্দুর রহিম বাচন একই এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় একটি সূত্র জানায়, এর আগে নিহত বাচন তার প্রতিবেশী তৌসিফের বোন সোনিয়াকে ইভটিজিং করেন। এরপর তৌসিফ তার বোনকে নিয়ে থানায় যান অভিযোগ করতে। ঠিক ওই সময় লেবার কলোনি এলাকায় সোনিয়ার চাচাতো ভাই রনি ‘ইভটিজিং’ এর ঘটনা নিয়ে বাকবিতন্ডায় জড়ান বাচনের সাথে। এক পর্যায়ে রনি ছুরিকাঘাতে হত্যা করে বাচনকে।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম বাংলাধারাকে বলেন, ‘লেবার কলোনী রোডে রাস্তার ওপরেই আবদুর রহিম বাচন নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর। সে এলাকায় খারাপ লোক হিসেবে পরিচিত। সে কোনকিছুই করতো না। ঘটনার পর তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
‘এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর ঘাতককে আমরা খুঁজছি, এখনও অজ্ঞাত।’
বাংলাধারা/আরএইচআর