ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

ইরানে ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ২২

বাংলাধারা ডেস্ক »

প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ইরানের দক্ষিণাঞ্চলের ফারস প্রদেশে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

খবরে বলা হয়, প্রবল বৃষ্টিপাতের কারণে হওয়া বন্যায় মারা গেছেন ২২ জন।

স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি সহায়তা গোষ্ঠীর কর্মকর্তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া প্রাদেশিক এক কর্মকর্তাও একই তথ্য জানান।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’কে ইস্তাহবানের গভর্নর ইউসেফ কারগার বলেন, শুক্রবার (২২ জুলাই) এস্তাবান কাউন্টির মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দেয়। এতে বহু মানুষ বিপদে পড়েছেন।

প্রাদেশিক রাজধানী শিরাজ থেকে ১৭৪ কিলোমিটার পূর্বে ইস্তাহবান শহরে প্রায় দেড়শ জরুরি কর্মী উদ্ধার কাজ করছেন। ঘটনাস্থলে আকাশপথে দায়িত্বপালন করা একটি পৃথক ইউনিটও দায়িত্ব পালন করছেন।

ফারস প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলিল আবদুল্লাহি বলেছেন, বন্যার ঘটনায় একজন নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে বলেও তিনি জানান।

ফারস প্রদেশের গভর্নর মোহাম্মদ হাদি ইমানিয়াহ রোববার (২৪ জুলাই) বন্যার প্রাণহানির ঘটনায় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন