ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

ইসরায়েলি বিমান হামলায় গাজায় ফিলিস্তিনি নিহত

বাংলাধারা ডেস্ক »

ইসরায়েলি সেনাদের বিমান হামলায় মধ্যপ্রাচ্যের গাজা এলাকায় শনিবার সকালে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই ফিলিস্তিনি।

ফিলিস্তিনি ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স।

গাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, গাজায় হামাস নিয়ন্ত্রত এক সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে শনিবার সকালে বিমান হামলা চালায় ইসরায়েল।

হামলায় মোট তিনজন আহত হয়। পরে হাসপাতালে মারা যান ২৭ বছর বয়সী ওই ফিলিস্তিনি যুবক। তবে তার পরিচয় জান যায়নি। তিনি হামাসের সক্রিয় সদস্য ছিলেন কিনা সেটিও অনিশ্চিত।

ঘটনার সত্যতা স্বীকার করে ইসলায়েলি সেনাবাহিনী জানায়, শুক্রবার রাতে গাজা থেকে অটটির মতো রকেট হামলা চালানো হয়েছিলো। এর জবাবে শনিবার গাজা এলাকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। সূত্র : রয়টার্স

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ