ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

ইয়াবা কারবারি জালালের বিরুদ্ধে ফের নারীর শ্লীলতাহানির অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারায় ইয়াবা কারবারি জালালের বিরুদ্ধে আবারও নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।জালালের মালিকানাধীন কলোনীতে থাকা ভাড়াটিয়া শাহাদাতের স্ত্রী খুরশিদা মারধর ও শ্লীলতাহানি করেছে বলে থানায় অভিযোগ দায়ের  করেছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে বারশত ইউনিয়নের পারকী এলাকায় এঘটনা ঘটে।

পরে ঘটনা ভিন্ন খাতে নিতে জালাল কলোনীর অপর এক নারীকে আর্থিক সুবিধা দিয়ে থানায় মারামারির একটি পাল্টা অভিযোগ দায়ের করিয়েছে। পুলিশ অভিযোগ দুটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে। 

জানা গেছে, পারকি এলাকার জালাল শাহ্’র বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এনে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী খুরশিদা আকতার (২৪)। 

অভিযোগ সূত্রে খুরশিদা আকতার জানান, বিগত ১১ মাস আগে জালাল শাহ্ কলোনীতে ভাড়াটিয়া হিসেবে ভাড়ায় উঠেন খুরশিদা আকতার ও তার স্বামী শাহাদাত হোসেন। এরপর থেকে কলোনীর মালিক জালাল শাহ তার স্বামীর অনুপস্থিতিতে প্রায় সময় কুপ্রস্তাব দিয়ে কাছে ডাকার চেষ্টা করত। বিষয়টি জানানো হয় স্বামী শাহাদাতকেও।

তারই ধারাবাহিকতায় শনিবার (৩ অক্টোবর) সকাল দশটার দিকে শাহাদাতের অনুপস্থিতির সুযোগে জালাল শাহ্ বাসার দরজায় টোকা মারিতে থাকে। দরজা খুলে কি সমস্যা জানতে চাইলে সে অসৎ উদ্দেশে আবারো কুপ্রস্তাব দিয়ে ঘরে ঢুকতে চাইলে বাঁধা দেয় সে। বাঁধা পেয়ে তুমুল ঝগড়া বিবাদ শুরু করে এবং টাকা পাইবে বলে হুট করে কাপড়-চোপড় টানাটানি করে শ্লীলতাহানি করার চেষ্টা করে বলেও অভিযোগ উঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তি জালাল শাহ্ এক সময়ের ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। গত কয়েক বছর আগেও কর্ণফুলী থানায় ইয়াবাসহ গ্রেপ্তার হন। এরপর জেল থেকে বের হয়ে পারকি এলাকায় গরু, মহিষ পালন, মাছ চাষ করছেন।  

এর আগেও জালালের বিরুদ্ধে তার দূর সম্পর্কীয় এক খালাতো বোনকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়েছে বলে অভিযোগ উঠেছিল।

অভিযুক্ত জালাল কলোনীর মালিক জালাল শাহ্অ ভিযোগ অস্বীকার করে বলেন, দুই ভাড়াটিয়ার মধ্যে ঝগড়া লাগলে আমি মিমাংসা করতে গিয়েছিলাম। এখানে আরো ভাড়াটিয়া রয়েছে। সবাই দেখেছে আমি তাকে কুপ্রস্তাব আর কাপড়-চোপড় টানাটানি করেছি কিনা। আর সেখানে তার বোনও রয়েছে তারা তো মিথ্যা কথা বলবে না।

এ বিষয়ে জানতে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, জালালের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন