বাংলাধারা প্রতিবেদন »
ই-কমার্সের আড়ালে ডেসটিনির মতো পিরামিড আকৃতির এমএলএম ব্যবসার মাধ্যমে প্রতারণার অভিযোগে নগরীর কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের চতুর্থ তলায় এনেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড নামের একটি কোম্পানির সাত কর্মকর্তাকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় কোতোয়ালী থানা পুলিশের একটি টিম এ অভিযান চালায়। আটককৃতরা হলেন, রাজীব তালুকদার, রাজীব দাশ, রবিন মিত্র (এনেক্স ওয়ার্ল্ডওয়াইডের প্রেসিডেন্ট রাজিব মিত্রের ছোট ভাই), অপু দাশ, উজ্জ্বল সেন, সুমন বিশ্বাস, রঞ্জিত গুহ। আটককৃতরা এনেক্স ওয়ার্ল্ডওয়াইডের পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্বে রয়েছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলাধারাকে জানান, প্রতিষ্ঠানটির ব্যবসার পুরো ধরন কথিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) হলেও ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল ই-কমার্স পদ্ধতিকে। ই-কমার্স ও ডাইরেক্ট মার্কেটিংয়ের আড়ালে পিরামিড আকৃতির এই এমএলএম ব্যবসায় জড়িয়ে পড়েছে ডেসটিনি-২০০০ গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া অভিযুক্ত ব্যক্তিরা।
এছাড়াও, ভুক্তভোগীদের কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিতেও অনুরোধ জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম