কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁওতে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।
রোববার রাত ৮টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা গ্রামে নিজ বাড়িতে তিনি বিষপান করেন। রাত ১২ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আইমন ভোমরিয়াঘোনা গ্রামের প্রবাসী নুরুল আমিনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে ওয়ার্ড মেম্বার আবদুল হাকিম বলেন, পরিবারের সদস্যদের সাথে অনেকটা অভিমান করে আইমন বিষপান করেছে। রবিবার সন্ধ্যা ৭টায় নিজ বসতঘরে আইমন বিষপানের পর পরিবারের সদস্যরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।
ঈদগাঁও থানার অফিসার্স ইনচার্জ ওসি মো. আবদুল হালিম জানান, ময়নাতদন্ত শেষে মরদেহটি বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।