ksrm-ads

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী

ঈদগাঁওর প্রথম উপজেলা নির্বাচন সুষ্ঠু করার দাবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদের ভোট গ্রহণ আগামি ২১ মে। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্যএ নির্বাচনে ইতোমধ্যে গড়ে উঠা ভোটের সুন্দর পরিবেশকে নষ্ট করার অপচেষ্টা করছে একটি অপশক্তি। ভোটারদের নানাভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। প্রচারণায় বাধা দিচ্ছে প্রতিদ্বন্দ্বী এক ক্ষমতাধর প্রার্থীর লোকজন। জয়-পরাজয় যা-ই হউক, ইতিহাসের অংশ হতে যাওয়া নির্বাচনে সুষ্ঠু ও প্রভাবমুক্ত ভোটগ্রহণ নিশ্চিত করার দাবি করছি।

শুক্রবার (১৭ মে) বিকালে কক্সবাজারের কলাতলীর এক আবাসিক হোটেলের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এদাবি তুলেছেন নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সামসুল আলম।

অভিযুক্ত প্রার্থীর নাম উল্লেখ না করে সামসুল আলম বলেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে এমন একজন রয়েছেন যিনি পদস্ত একজনের নিকটাত্মীয়। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, এ প্রার্থীর পক্ষে হয়ে একটি গোষ্ঠি পরিকল্পিতভাবে আমার সমর্থক-কর্মীদের নানাভাবে হুমকির মাত্রা বাড়িয়েছে। বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারি অন্যান্য সংস্থা, নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।

প্রশাসনের পক্ষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেয়া হচ্ছে। কিন্তু ওই পক্ষটি একটি বিশেষ সংস্থার নাম ব্যবহার করে এখনও হুমকি অব্যাহত রেখেছে।

তিনি আরো বলেন, আমি সুষ্ঠু এবং শান্তিপূর্ন নির্বাচন চাই। সরকারও এটার আশ্বাস দিয়েছে। আমি বিদেশ থেকে দেশে ফিরে এসেছি এলাকার সেবা করতে। সুষ্ঠু নির্বাচনে যে জয়ী হবে তাকে স্বাগত জানাবো।

সংবাদ সম্মেলনে মোটর সাইকেলের প্রধান নির্বাচনী এজেন্ট ইয়াছিন হাবীব বলেন, সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে- নির্বাচন সুষ্ঠু করবে। কিন্তু সরকারের এ প্রচেষ্টাকে বির্তকিত করতে নানা অপতৎপরতা চালাচ্ছে এক প্রার্থী। সরকারের উচ্চ পর্যায়কে অবহিত করতে এ সংবাদ সম্মেলন। আমাদের দৃঢ় বিশ্বাস, সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর। কারো অপতৎপরতাকে প্রশ্রয় দিবে না প্রশাসন।

উল্লেখ্য, নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম নির্বাচন এটি। যেখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। এরা হলেন, আবু তালেব (টেলিফোন), সামসুল আলম (মটর সাইকেল), কুতুবউদ্দিন চৌধুরী (দোয়াতকলম), নুরুল কবির (ঘোড়া) ও সেলিম আকবর (আনারস)। এ নির্বাচন ইতিহাসের অংশ হবে। আর প্রথম চেয়ারম্যান হিসেবে বিজয়ী ব্যক্তিও হবেন ইতিহাসের অংশ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ