বাংলাধারা প্রতিবেদন »
ঈদবাজারে মানুষের ভিড়ে মোবাইল চুরির অভিযোগে এক রোহিঙ্গাসহ দুই নারীকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। তাদের কাছ থেকে চুরি করা ৫ টি মোবাইল ফোন সেটও উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার মকবুল হোসেনের মেয়ে মোছম্মৎ সপ্না (৩২) ও কক্সবাজার জেলার হ্নীলা মুচনি রোহিঙ্গা শিবিরের আব্দুল গফুরের মেয়ে নুর ফাতেমা (২০)।
রোববার (২৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে কোতোয়ালী পুলিশ জানিয়েছে, সপ্নাকে শুক্রবার বিকেলে টেরি বাজার থেকে এবং ফাতেমাকে শনিবার রাত ১২ টায় সিনেমা প্যালেস এলাকা থেকে আটক করা হয়। এসময় সপ্নার কাছ থেকে একটি ও ফাতেমার কাছ থেকে ৪ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া হয়েছে এবং আটককৃত নারীদের বিরুদ্ধে দুইটি ভিন্ন মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর