বাংলাধারা প্রতিবেদক »
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম-৮ কোতোয়ালী আসনের সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল-আজহার শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। রোববার পবিত্র ঈদুল আজহা পালন করা হবে।
এ উপলক্ষে শনিবার চট্টগ্রাম-৮ কোতোয়ালি আসনের জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, ঈদ ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে অমাদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রতির মেলবন্ধন তৈরি করুক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে আমাদের জীবন পূর্ণতায় ভরে উঠুক। আমার সংসদীয় আসনের এলাকাবাসীসহ দেশের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক। আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।
তিনি বলেন, আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ উপভোগ করি। পবিত্র ঈদ উদযাপন করার পাশাপাশি নির্দিষ্ট স্থানে পশু জবাই করে তার বর্জ্য সাথে সাথে পরিস্কার করার আহ্বান জানিয়ে সবাইকে আবারো পবিত্র ঈদুল-আযহার শুভেচ্ছা জানান তিনি।