ksrm-ads

১ মে ২০২৫

ksrm-ads

ঈদের আগে আইনশৃঙ্খলা নিশ্চিতে শপিংমল পরিদর্শনে সিএমপি কমিশনার

আসন্ন ঈদ উপলক্ষে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিভিন্ন শপিংমল ও বাণিজ্যিক কেন্দ্র পরিদর্শন করেছেন।

রোববার (৯ মার্চ) দুপুরে তিনি নগরীর নিউমার্কেট বিপণিবিতান, তামাকুমণ্ডী লেইন, জহুর হকার্স মার্কেট ও টেরিবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিএমপি কমিশনার বলেন, “১০ রোজার পর থেকে মার্কেটগুলো আরও সরগরম হবে বলে আশা করছি। সাধারণ মানুষ যেন নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। আজ আমি ব্যবসায়ী প্রতিনিধি, দোকান মালিক ও ক্রেতাদের সঙ্গে কথা বলেছি।”

তিনি আরও বলেন, “ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমানো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। গতকাল পর্যন্ত ৫০-৬০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে, আরও গ্রেফতার করা হবে। ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে তারা সহজে জামিনে মুক্তি না পায়।”

ঈদ সামনে রেখে শপিংমল ও বাজার এলাকায় যানজট পরিস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “১৫ রোজার পর থেকে মার্কেটগুলোতে ভিড় বাড়বে, যা স্বাভাবিক। তবে যানজট নিয়ন্ত্রণে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। মানুষ নিরাপদ বোধ করলে স্বস্তিতে কেনাকাটা করতে পারবে, সেটাই আমাদের লক্ষ্য।”

পরিদর্শনকালে সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার শাকিলা সোলতানা ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন