১৫ জুলাই ২০২৫

উখিয়ায় ধান ক্ষেতে মিলল টমটম চালকের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের উখিয়ায় ধান ক্ষেত থেকে ইজিবাইক (টমটম) চালক এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তাকে গলা টিপে দুর্বৃত্তরা নির্মম ভাবে হত্যা করেছে ধান ক্ষেতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে ।

রোববার (১ ডিসেম্বর) ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহ বিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত টমটম চালক মাহবুল আলম মাহাবু (২৫) উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহ বিল হাতিমোরা গ্রামের গুরা মিয়ার ছেলে।

ইউপি সদস্য ইকবাল বাহার ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, এলাকার কতিপয় দুর্বৃত্ত টমটম চালক মাহাবুকে গলাটিপে হত্যা করে পাশ্ববর্তী ধান ক্ষেতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। 

ধান ক্ষতে মরদেহ দেখে উখিয়া থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। 

উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম তথ্যের  সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। 

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন