ksrm-ads

৪ অক্টোবর ২০২৪

ksrm-ads

উখিয়ার ক্যাম্পে দুর্বৃত্তের গুলিবর্ষণে চার রোহিঙ্গা আহত

উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) এর সদস্যরা সাধারণ রোহিঙ্গাদের ওপর গুলি বর্ষণ ও শেড ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। বুধবার (২২ মে) বেলা ১২টার দিকে উখিয়ার আশ্রয় শিবিরে ক্যাম্প-৪ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলো, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর নাদির হোসেনের ছেলে মো. ইব্রাহিম, আবু সামার ছেলে নুর হোসেন, আবুল খায়েরের ছেলে মো. সেলিম ও আব্দুর রহিমের ছেলে মো. জোনায়েদ।

ক্যাম্প সুত্র জানায়, গত তিনদিন ধরে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) এর সদস্যরা লাম্বাশিয়ায় এলাকাসহ ক্যাম্পের বিভিন্ন স্থান থেকে মিয়ানমারের রাখাইনে চলমান যুদ্ধে সাধারণ রোহিঙ্গাদের জোরপূর্বক তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য ক্যাম্প থেকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন।

সাধারণ রোহিঙ্গারা এ যুদ্ধে যেতে না চাইলে তাদের ওপর আরএসওর সদস্যরা গুলি বর্ষণ ও শেড ভাংচুর করছে। এ ঘটনার জের ধরে বুধবারও ক্যাম্প-৪ এলাকায়ও এ ঘটনা ঘটিয়েছে আরএসও সদস্যরা। এতে ৪ জন সাধারণ রোহিঙ্গা আরএসওর গুলিতে আহত হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ( অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, দুর্বৃত্তদের গুলিতে চার রোহিঙ্গা বিদ্ধ হয়েছেন বলে জেনেছি। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন