কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এসময় আরও দুইজনকে কুপিয়ে আহত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের এসপি শিহাব কায়সার খান।
নিহত আজিম উদ্দিন ওই ক্যাম্পের হেড মাঝি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে, তাদের পুরো পরিচয় তৎক্ষণাত তুলে ধরতে পারেননি এসপি শিহাব।
তিনি বলেন, একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে রোহিঙ্গাদের হেড মাঝি আজিম উদ্দিনকে হত্যা করে। এসময় তাদের কুপে আরও দুইজন গুরত্বর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে, নবী হোসেন ও মাস্টার মুন্না গ্রুপের সদস্যরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।
অপর আরেকটি সূত্র দাবি করেছে, আরএসও এবং ইসলামী মাহাস এর সন্ত্রাসী এ হামলার সঙ্গে জড়িত। এ ঘটার পর পরই ক্যাম্পে জুড়ে আতংক ছড়িয়ে পড়েছে।
তবে এখনো হামলাকারী রোহিঙ্গা সন্ত্রাসীদের চিহ্নিত করা যায়নি। কিন্তু দুর্বৃত্তদের সনাক্তে পুলিশ মাঠে কাজ করছে বলে উল্লেখ করেন এসপি শিহাব কায়সার খান।