ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

উখিয়ায় ক্যাম্পে গুলিতে দুই রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ২টা হতে ৪টার মাঝে যেকোন সময় উখিয়ার ৪নং রাজাপালং ইউপির রোহিঙ্গা ক্যাম্প-২০’র ফ্রেন্ডশীপ হাসপাতালের সামনে ইটের সলিং রাস্তার উপর এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উখিয়ার ওসি শামীম হোসেন।

নিহতরা হলেন— উখিয়ার ক্যাম্প-২০’র ব্লক-বি/৬’র বাসিন্দা আবদুল গনির ছেলে রহমত উল্যাহ(২৫) ও একই ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৯)।

ওসি শামীম জানান, ভোররাতের কোন একসময় রোহিঙ্গা ক্যাম্প-২০’র ফ্রেন্ডশীপ হাসপাতালের সামনে ইটের রাস্তার উপর রহমত ও ইমাম হোসেন রোহিঙ্গা সন্ত্রসীদের গুলিতে নিহত হইয়াছে মর্মে খবর আসে।

এপবিএিন উখয়িা থানা পুলশিকে সংবাদ দিলে একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তরে জন্য ভিকটিমদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে।

এঘটনায় জড়িতদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশিং টহল ও গোয়ন্দো নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন