ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

উখিয়ার ইউএনওর মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে চাঁদা দাবির অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ এর সরকারি মুঠোফোন নম্বর (০১৭৩৩৩৭৩২০৫) ‘ক্লোন’ করে বৃহস্পতিবার দুর্বৃত্তরা বিভিন্ন প্রতিষ্ঠান-ব্যক্তির কাছে চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুঠোফোন নম্বর ‘ক্লোন’ হওয়ার কথা জানিয়ে খোদ ইউএনও বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন।

ইউএনওর স্ট্যাটাসটিতে লিখেন, উপজেলা নির্বাহী অফিসার, উখিয়া এর অফিসিয়াল নম্বর ক্লোন করে একটি চক্র বিভিন্ন প্রতিষ্ঠান-ব্যক্তি হতে নানান প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য সকলকে অনুরোধ করা হলো।

ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, ডিজিটালাইজেশনকেও একটি চক্র অপকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নেট দুনিয়া সম্পর্কে লব্দ জ্ঞানকে ভালো কাজে ব্যবহারের পরিবর্তে একটি চক্র প্রতারণার কাজে ব্যবহার করছে। চক্রটি সরকারি কর্মকর্তা কিংবা সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোন নাম্বার ক্লোন করে প্রতারণা করে আসছে। তেমনি উখিয়ার ইউএনও সরকারি মুঠোফোন নাম্বারটি ক্লোন করে আজ (বৃহস্পতিবার) প্রতারণার আশ্রয় নিয়েছে একটি চক্র। তাদের সনাক্তের চেষ্টা চলছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন