ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

উদ্ধারকৃত চোরাই পেঁয়াজ নিলামে বিক্রি

বাংলাধারা প্রতিবেদন  »

নগরীর মাঝিরঘাট এলাকায় অভিযানে উদ্ধারকৃত ৩ হাজার কেজি চোরাই পেঁয়াজ নিলামে বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) মনসুরাবাদ পুলিশ লাইনস ডিবি অফিসে তিন সদস্য বিশিষ্ট কমিটির উপস্থিতিতে উম্মুক্ত নিলামের আয়োজন করা হয়।

নিলামে প্রতি কেজি পেঁয়াজ ৩৮ টাকা দরে ৩ হাজার কেজি পেঁয়াজ মেসার্স সাব্বির হোসেন (খাতুনগঞ্জ) এর কাছে বিক্রয় করা হয়। যার মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।

নগর গোয়েন্দা পুলিশের (বন্দর বিভাগ) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আদালতের নির্দেশে নিলামে পেঁয়াজগুলো বিক্রি করা হয়েছে। পেঁয়াজ বিক্রির এ টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

এর আগে গত শনিবার (৫ ডিসেম্বর) সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৩ হাজার কেজি পেঁয়াজসহ চোরাই চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-মোহাম্মদ আলী(৩৩), মো. ফারুক (৩০), মো. মনির হোসেন (৪০)। এ ঘটনায় সদরঘাট থানায় একটি মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন