ksrm-ads

১১ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

উদ্বোধনের আগেই হেলে পড়ল পারকি পর্যটন কমপ্লেক্সের সীমানা প্রাচীর

n

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে হেলে পড়েছে। টানা বৃষ্টিতে পানি চলাচলের জন্য ড্রেনের ব্যবস্থা থাকায় বালির চাপে সীমানা প্রাচীর হেলে পড়েছে বলে জানান স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পারকি সমুদ্র সৈকতের বেড়িবাঁধের পূর্ব পাশে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের বিভিন্ন কটেজ ও সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। কমপ্লেক্সের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের মাঝখানের অংশ ভেঙে পড়েছে। ভাঙা অংশ দিয়ে বালু বের হয়ে গর্ত সৃষ্টি হয়ে সীমানা প্রাচীর হেলে পড়ে আছে।

এ বিষয়ে প্রকল্পে কাজে নিয়োজিত প্রকৌশলী অসীম শীল বলেন, প্রাচীরের নির্মাণ কাজে কোনো রকম গাফেলতি হয়নি, আর দেওয়ালের কলামগুলোতেও কোনোরূপ ক্ষতি হয়নি। মূলত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে প্রকল্পে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যেহেতু প্রাচীরের পাশে খালি হওয়ায় পানি আর বালুর চাপে সীমানা প্রাচীর ভেঙে পড়েছে।

জানা যায়, পারকি সমুদ্র সৈকত আধুনিকায়নের লক্ষ্যে পর্যটন কর্পোরেশনের উদ্যোগে ২০১৮ সালে ১৩ দশমিক ৩৬ একর জমিতে ৬২ কোটি টাকা বরাদ্দ নিয়ে শুরু হয় অত্যাধুনিক বিশ্বমানের পর্যটন কমপ্লেক্স নির্মাণকাজ। পরে নির্মাণ কাজের মেয়াদ বাড়ানো হয় ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। আর বরাদ্দ বেড়ে দাঁড়ায় ৭১ কোটি ২৫ লাখ টাকায়।

আরও পড়ুন