ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

আলমগীর মানিক  »

স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটির আপামর জনসাধারণও যথাযোগ্য মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবসের সূবর্ণজয়ন্তী পালন করছে। শ্রদ্ধা ও ভালোবাসা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

শুক্রবার (২৬ মার্চ) সকালে ৫০ বার তোপধ্বনী দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে সরকারের পক্ষে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধাগণ পুস্পমাল্য অর্পণ করেন।

এছাড়া রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এদিকে সকাল নয়টা থেকে চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এসময় মঞ্চে সালাম গ্রহণ করেন।

পরে পুলিশের ব্যান্ডের তালে তালে পুলিশ, আনসারসহ বিভিন্ন স্কুলের স্কাউট ও কাব লিডার টিমের সদস্যরা সালামী মঞ্চের দিকে এগিয়ে গিয়ে সালাম প্রদর্শন করেন। সবশেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক এবং কুচকাওয়াজে বিজয়ীদের হাত পুরস্কার তুলে দেয়া হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ