ksrm-ads

১৯ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

উৎসাহ-উদ্দীপনায় ভোট দিচ্ছেন ভোটাররা: জেলা প্রশাসক

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের দুই কেন্দ্র পরিদর্শনের পর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, ভোটাররা কেন্দ্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক চাম্বল উচ্চ বিদ্যালয়, পূর্ব চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান।

এরপর তিনি গণ্ডামারা এলাকার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন।

চাম্বল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

চাম্বল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও দেখা গেছে বেশি। এই কেন্দ্রে ভোটার ৩ হাজার ৮৩৮ জন। প্রথম দুই ঘণ্টায় ৬০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ কেন্দ্রের বাইরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ঈগলের সমর্থকদের উপস্থিতি ছিল সমানে সমান।

আরও পড়ুন