বাংলাধারা ডেস্ক »
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ৩নং নারায়ণহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সমাজ সেবক মরহুম একরামুল ইসলাম চৌধুরী তৈফুরের স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নারায়ণহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক, শিক্ষানুরাগী, আরডিএম গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে সাবেক চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, শওকত হোসেন সিকদার, এডভোকেট ফরিদ আহমেদ, জসিম উদ্দিন চৌধুরী, মাহবুবুল আলম সিকদার, শাহআলম, আবু বসর ও ডাক্তার মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাকিবুল আলম চৌধুরী বলেন, সাবেক চেয়ারম্যান মরহুম একরামুল ইসলাম চৌধুরী তৈফুর আর্তমানবতার সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন। তিনি এলাকার গরীব দুঃখী ও অসহায় মানুষের সেবা এবং এলাকার উন্নয়নে সচেষ্ঠ ছিলেন। উনার সমাজ সেবামূলক কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে বর্তমান যুব সমাজকে সমাজের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
রাকিবুল আলম চৌধুরী আর্তমানবতার সেবা ও এলাকার উন্নয়নে তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শোক সভা সমাপ্ত করা হয়।