ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

একাকী অনুশীলনে সাকিব

চোখ নিয়ে বেশ ভোগান্তিতেই আছেন সাকিব আল হাসান। ভারত, লন্ডন, সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়েও কিছুতেই যেন কিছু হচ্ছে না টাইগার এই অলরাউন্ডারের। চোখের রেটিনার সমস্যার কারণে ব্যাট হাতে ভয়ানক স্ট্রাগল করতে দেখা যাচ্ছে সাকিবকে।

বিপিএল সিলেট পর্বের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন আটে, আর গতকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে তো নামেননি সাকিব। দলের ৯ উইকেট হারানোর পরেও ব্যাট করেননি তিনি। পরে অবশ্য ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে বাবর আজম জানিয়েছিলেন ঠিক আছেন সাকিব, পরবর্তী ম্যাচে রানে ফিরবেন সে।

একদিন না যেতেই আজ রোববার একক অনুশীলনে সাকিব। যদিও রংপুর রাইডার্সের অনুশীলন নেই আজ। তবে দলটির প্রধান কোচ সোহেল ইসলামকে নিয়ে ঠিকই অনুশীলনে এসেছেন সাকিব। সিলেটের আউটার স্টেডিয়ামে বেলা সাড়ে বারোটার কিছুক্ষণ আগে আসেন সাকিব।

এরপর ব্যাট প্যাড পরে অনুশীলনে নেমে পড়েন। এ সময় তাকে সবকিছু ব্রিফ করছিলেন কোচ সোহেল। এরপর থ্রোয়ারের করা বল নেটে খেলা অনুশীলন শুরু করেন সাকিব। এদিন সাকিবের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে রনি তালকুদারকেও।

আরও পড়ুন