ওটিটির সঙ্গে অশ্লীলতা শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। অনেকেই মনে করে থাকেন ওয়েব কনটেন্ট মানেই অশ্লীলতা। এবার বিষয়টি নিয়ে শক্ত অবস্থানে ভারতের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। দেশটির একাধিক ওটিটি মাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয় জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মোট ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম, ১৯টি ওয়েবসাইট, ১০টি অ্যাপ (এর মধ্যে বেশ কিছু গুগ্ল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে রয়েছে) এবং ৫৭টি ওয়েবসাইটকে নিষ্ক্রিয় করা হয়েছে। ফলে দেশে কোনও ব্যবহারকারী আর এই ওটিটি মাধ্যম দেখতে পারবেন না।
সূত্রের খবর, মন্ত্রণালয়ের তরফে একাধিকবার সংশ্লিষ্ট ওটিটি মাধ্যম কর্তাদের ‘অশ্লীল’ বিষয়বস্তু প্রদর্শন প্রসঙ্গে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরও তা বন্ধ না হওয়ায় অবশেষে নিষিদ্ধকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘সংশ্লিষ্ট মাধ্যমগুলোয় প্রদর্শিত বিষয়বস্তুর সিংহ ভাগই অশ্লীল এবং সেখানে নারীর প্রতি অসম্মান প্রদর্শিত হয়েছে। এ ছাড়াও ছাত্র-শিক্ষক সম্পর্ক এবং পারিবারিক সম্পর্কের মধ্যেও সেখানে যৌনতাকে প্রশ্রয় দেওয়া হয়েছে।’