ksrm-ads

৫ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

এক কেজি মুরগী কাটার মজুরী ১৫০ টাকা!

বাংলাধারা প্রতিবেদন »

এক কেজি ব্রয়লার মুরগীর দাম ১৫০ টাকা। তবে সেই মুরগী কাটার জন্য দোকানী আদায় করছে ১৫০ টাকা। এমন অভিযোগ পেয়ে হাটহাজারী কাঁচা বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

রোববার (২জুন) রাত সাড়ে ৮ টার দিকে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলার নির্বহী অফিসার (ইউএনও) রুহুল আমিন।

রুহুল আমিন জানান,  জালাল নামের একজন ভুক্তভোগী কিছুক্ষন আগে আমাকে জানান যে হাটহাজারী কাঁচা বাজারে একটা মুরগী কাটতে ১৫০ টাকা নিচ্ছে, তিনি প্রতিবাদ করাতে দোকানী উলটা বলে ৫০০ টাকা নিলি না কেন। এমন অভিযোগের প্রেক্ষিতে কিছুক্ষণ আগে হাটহাজারী, কাচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত দেখে পালিয়ে যান অতিরিক্ত অর্থ আদায়কারী।

তিনি বলেন, বাজার কমিটি এবং ইজারাদার তাদের সমিতির পক্ষ থেকে অতিরিক্ত অর্থ তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকতাকে ফেরত দেন,পরে সেটা অভিযোকারীকে ফেরত দেয়া হয় এবং পলাতক ব্যক্তিদের ধরে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

তিনি আরো বলেন, এই বাজারে প্রতি কেজি মুরগী বা মাছ কাটার জন্য ১০ টাকা নির্ধারণ করে দিয়েছেন বাজার কমিটি। এই রেট সবাইকে মেনে চলার আহবান জানাচ্ছি। জুলুম পরিহার করার অনুরোধ জানাচ্ছি।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন