বাংলাধারা প্রতিবেদন »
নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর মসজিদ গলির লিচু বাগান এলাকার একটি বাসা থেকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০জুন) সন্ধ্যায় লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ। নিহতরা হলেন লক্ষ্মী রাণী সরকার (২২) ও তার মেয়ে অনন্যা রাণী সরকার (২)। লক্ষ্মী রাণীর স্বামী নন্দন সরকার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় চা বিক্রি করেন।
নিহত লক্ষ্মী রাণীর স্বামী নন্দন সরকার পুলিশকে জানিয়েছেন, রোববার ভোরে চা বিক্রি করতে তিনি বাসা থেকে বেরিয়ে যান। বিকেল ৪টার দিকে কাঁচা ঘরের বাসাটিতে ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় তিনি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান সিলিংয়ের সাথে একই রশির এক প্রান্তে স্ত্রী এবং আরেক প্রান্তে মেয়ে ঝুলছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বাংলাধারাকে বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার কর হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, পুলিশ ঘটনার তদন্তে কাজ করছে। আশেপাশের লোকজন ও নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাধারাে/এফএস/এমআর