ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

এখন থেকে বান্দরবান ভ্রমণে কোনো বিদেশি পর্যটককে হয়রানি হতে হবে না : পার্বত্য মন্ত্রী

বান্দরবান প্রতিনিধি »

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীরবাহাদুর উশৈসিং এমপি বলেছেন, এখন থেকে যে সকল বিদেশি পর্যটক বান্দরবানে ভ্রমণ করবেন তারা যেকোনো দেশে বসেই অনলাইনে ফরম পূরণ করে অনুমতির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। স্থানীয় ট্যুর গাইডদের শিক্ষিত হতে হবে, দায়িত্বশীল ও বিনয়ী হতে হবে, রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে এবং কোনো অবহেলা করা যাবে না। বান্দরবান ভ্রমণে কোনো বিদেশি পর্যটককে হয়রানি হতে হবে না।

রবিবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিদেশি পর্যটকদের জন্য বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমণ অনুমোদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতকৃত অনলাইন ওয়েব পোর্টাল উদ্বোধন করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ২০১৫ সালে স্বরাস্ট্রমন্ত্রণালয় থেকে সার্কুলার জারীর পর পার্বত্য এলাকায় ভ্রমণে বিদেশিদের জেলা প্রশাসক থেকে অনুমোদন নিতে হয়। এটা আগে ম্যানুয়াল পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হতো। সময় লাগতো ৫-৬ দিন। বর্তমানে fbta.gov.bd অনলাইন ওয়েবের মাধ্যমে ১০মিনিটেই এই কাজটি সম্পন্ন করা যাবে। এই ওয়েবে বান্দরবানে সকল পর্যটক ট্যুর অপারেটরদের যোগাযোগের ঠিকানা সম্বলিত থাকবে। পর্যটক তার পছন্দমত ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করে বান্দরবান পার্বত্যজেলার পছন্দনীয় জায়গায় নিরাপদে ভ্রমণ করতে পারবেন।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মো. শেখ সাদেক, বান্দরবান সেনা জোনের প্রতিনিধি মেজর হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, বান্দরবান জেলার রেজিস্ট্রিকৃত সকল ট্যুর অপারেটরসহ বান্দরবানে কর্মরত সরকারী দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন