বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামে এডিস মশার বিস্তার রোধে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪ ব্যক্তিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৩ অক্টোবর) নগরের মোজাফ্ফর নগর, চন্দ্রনগর ও বায়েজিদ বোস্তামী রোড এলাকায় এ অভিযান চালান চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘ডেঙ্গু রোগ প্রতিরোধের লক্ষ্যে এডিস মশার বংশ বিস্তার রোধে নগরীর মোজাফ্ফর নগর, চন্দ্রনগর ও বায়েজিদ বোস্তামী রোড এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় একটি নির্মাণাধীন ভবনের নীচে ও একটি ভবনের ছাদ বাগানে এডিস মশার বংশ বিস্তারের উৎস পাওয়ায় তিন ব্যক্তিকে ১৩ হাজার টাকা ও মোজাফফর নগর এলাকায় পাইলিংয়ের কাদামাটি নালায় ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা সহ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।’
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।