৮ জুলাই ২০২৫

এতিমখানায় পুরো মাসের ইফতারসামগ্রী দিল বান্দরবান সেনা জোন

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানের পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিমখানায় এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করেছে বান্দরবান সেনা জোন।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।

এসময় বান্দরবান সেনা জোনের অর্থায়নের সদর উপজেলার ৬টি এতিমখানায় শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে এক মাসের জন্য প্রয়োজনীয ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে ছোলা, মুড়ি, চিনি, খেজুর, তৈল, খেসারি ডাল ও পিয়াজসহ সর্বমোট ৭টি উপকরণ ও ৬টি এতিমখানার প্রতিনিধি মাঝে ইফতার সামগ্রী প্রদান করেন বান্দরবান সেনা জোন।

বিতরণী অনুষ্ঠানে সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি-সহ মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ