ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

এনটিভিতে আসছে চট্টগ্রামের ছেলে জিকু চৌধুরীর নাটক ‘অবশেষে’

বাংলাধারা বিনোদন »

বেসরকারি টেলিভিশন এনটিভিতে খুব শীঘ্রই প্রচার হবে চট্টগ্রামের ছেলে জিকু চৌধুরীর পরিচালনায় নির্মিত নাটক ‘অবশেষ’। নাটকটি রচনা ও চিত্রনাট্য লিখেছেন জিকু চৌধুরী নিজেই। পরিচালনায় তার সাথে ছিলেন আলমগীর হোসেন। প্রযোজক ছিলেন সাহেদ চৌধুরী।

‘অবশেষে’ নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। আরও অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী, শামান্তা শিমু, মাহাবুবুল আলম ও শিখা মৌ। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেন, শাওন অর্ক, সখরিয়া মন্ডল, সেজুতি ইসলাম, রিপন, মৌনিষা ও ফয়সাল আগুন। চিত্রগ্রহণ করেন হোসেইন আরমান। প্রধান সহকারী পরিচালক ছিলেন ফয়সাল আগুন।

নাটকের মূল কাহিনি, হৃদয় আর হিমির প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। একসাথে চাকরি করার সুবাদে বাসা ও একই মহল্লায়। হৃদয় আর হিমি প্রতিদিন একসাথে অফিসে আসা-যাওয়া করে। আর হিমির কারণে হৃদয়কে অফিসে প্রায় দিনই বকা শুনতে হয়। অফিসের অনেকেই ত্যাড়া চোখে তাকায় তাদের দিকে। হিমির ছোটবোন রিক্তা তিন বছর আগে আকাশ নামের একটি ছেলেকে পালিয়ে বিয়ে করে। আর তাই বাড়িতে আসা-যাওয়া বন্ধ হয়ে যায়। একদিন হঠাৎ রিক্তা বাড়ি আসে। রিক্তাকে পেয়ে মহাখুশি হিমিও তার পরিবার। কিন্তু খুশিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারন রিক্তার স্বামী আকাশ দেখতে ঠিক হৃদয়ের মতো আর তাতে সন্দেহ দানা বাঁধে তাদের মনে। হিমি এক পর্যায়ে নিশ্চিত হয় হৃদয়ই রিক্তার স্বামী আকাশ। রিক্তার দিকে তাকিয়ে কিছু বলতে পারে না, তারপরও প্রমান করতে মরিয়া হয়ে ওঠে হিমি। এদিকে হৃদয়ও নিজেকে সবার কাছ থেকে আড়াল করতে বদ্ধ পরিকর। এভাবে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে গল্প এগুতে থাকে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ