বিনোদন প্রতিবেদক »
অভিনেতা মারজুক রাসেল’র কবিতায় শেয়ার করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি ‘তোমার এলাকা ছাইড়া যাচ্ছি’ উল্লেখ করে স্ট্যাটাস দিয়ে ভক্তদের উদ্দেশে কি জানান দিয়েছেন?- ভক্তদের মনে এ নিয়ে জন্মে নানা কৌতুহল। অনেকে করেছেন নানাভাবে কটাক্ষও। নেটিজানদের রোষানলেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে।
শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কবিতা শেয়ার করেন।
তিনি লিখেছেন, ‘তোমার এলাকা ছাইড়া যাচ্ছি;
তোমারে ছাড়ার ফিলিংস্ হচ্ছে, হোক –
আমি অনেক-কিছুই-ছাইড়া-আসা-লোক !
– মারজুক রাসেল’
ওই স্ট্যাটাসের ভক্তদের অনেকে অনেক রকম কমেন্ট করেছেন। একজন লিখেছেন , ‘আপু কথা শুনে বুঝলাম তোমার মনে অনেক কষ্ট।’ আরেকজন লিখেছেন, ‘ছেড়ে যাওয়াই যে তোমার পেশা।’
অন্য একজন লিখেছেন, ‘তোমাকে নিয়ে টেনশন হয় আমার যদি সম্ভব হতো দায়িত্ব নিতাম আমি।’ কেউ লিখেছেন, ‘আপু তোমার নতুন গানের অপেক্ষায় আছি, কবে শুনতে পাবো তোমার নতুন গান…???’ এমন অনেক কমেন্টসে করে যাচ্ছেন ভক্তরা।