ksrm-ads

১৮ জানুয়ারি ২০২৫

ksrm-ads

এবার ফটিকছড়িতে নিখোঁজের পর ছড়া থেকে প্রবাসীর গলিত লাশ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি »

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বড় বেতুয়ায় নিখোঁজ আব্দুস সালাম নামের এক প্রবাসীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে।

শনিবার (৩ জুলাই) সকালে খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ি ও ভূজপুর থানা পুলিশ লাশটি ২নং দাঁতমারা ইউনিয়নস্থ কাঞ্চনা ছড়া থেকে উদ্ধার করে।

নিহত আব্দুস সালাম (৫০) ওই ইউপির বড় বেতুয়া গ্রামের জব্বারের বাড়ীর মৃত শেখ আহমদের পুত্র।

জানা গেছে, ১ জুলাই দিবাগত রাত ১২ টার দিকে হঠাৎ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। অবশেষে শনিবার সকালে কাঞ্চনা ছড়ায় স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ভূজপুর ও দাঁতমারা ফাঁড়ির পুলিশ যৌথভাবে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে

স্থানীয় ইউপি সদস্য হাকিম জানান, আব্দুল সালাম সরলপ্রকৃতির লোক ছিল। বিদেশ থেকে আসার পর থেকে তার খুব জ্বর হয়। একপর্যায়ে ডাক্তারের শরণাপন্ন হলে একটি প্রেসক্রিপশন লিখে দেন। সেই মতে তার ওষুধ চলছিল। কিন্তু লক্ষ করা গেছে সে প্রতিদিন রাতে ঘর থেকে বের হয়ে দিকবিদিক ঘোরাফেরা করে।

তিনি আরও বলেন, নিখোঁজ হওয়ার দিন এলাকায় খুব বৃষ্টি ছিল বলে অসাবধানাবশত ছড়ায় পরে গিয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছি।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি গোলাম আবছার বলেন, সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। এসময় এডিশনাল এসপি স্যার ও ভূজপুর থানার ওসি স্যার উপস্থিত ছিলেন। গলিত লাশের অবস্থা খুব খারাপ থাকায় চেয়ারম্যান ও নিহতের পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশটি দাপন করতে বলা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন