ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

এবার লকডাউনের পথে রাশিয়া

বাংলাধারা ডেস্ক »

করোনাভাইরাসের বিস্তার রোধ করার লক্ষ্যে রাশিয়ার সরকার স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে সকল আন্তর্জাতিক বিমান চলাচল – আগমন এবং বহির্গমন – বন্ধ করে দিচ্ছে।

এর পরে শুধুমাত্র বিদেশে আটকে পড়া রুশ নাগরিকদের নিয়ে আসার জন্য বিমান চলাচলের অনুমতি দেয়া হবে।

ধারণা করা হচ্ছে হাজার হাজার রুশ বিদেশে আটকে পড়েছে। রাশিয়ায় সংক্রমণের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম, তবে বুধবারে বেশ কয়েকটি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। শনিবার থেকে জরুরি সেবা ছাড়া আর সব কার্যক্রম এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।

দেশটিতে সহস্রাধিক মানুষ করোনায় আক্রান্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নিল পুতিন সরকার। গত বৃহস্পতিবারই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। আর করোনায় মারা গেছে মোট তিনজন। এরপরই তড়িঘড়ি লকডাউনে যাওয়ার ঘোষণা এলো।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ঘোষণায় বলেন, শনিবার থেকে আগামী ৫ এপ্রিল অব্ধি দেশের সবকিছু বন্ধ থাকবে। এই সময় দেশবাসীকে ঘরে থাকারও নির্দেশ দেয়া হয়েছে।

স্পেনে লকডাউন আরো ১৪ দিন

স্পেনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়ে যাবার পর, সারা দেশে লক ডাউন আরো দু’সপ্তাহের জন্য বাড়িয়ে দিয়েছে সংসদ। তবে দৈনিক মৃত্যু সংখ্যা গত এক সপ্তাহে প্রথমবারের মত কমেছে। বুধবার সাতশ’ আট-তিরিশ জনের মৃত্যুর পর, আজ তিরাশি জন কম মারা গেছে।

পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের ওপর কাশি দিলে শাস্তি

ব্রিটেনের সরকারি আইন অফিসাররা হুঁশিয়ার করে দিয়েছে যে, যদি কেউ করোনাভাইরাস ব্যবহার করে জরুরি কাজে নিয়োজিত কর্মীদের বিপন্ন করে, তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে। তারা বলেন, বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে যে, কোন কোন লোকজন নিজেদেরকে কোভিড-১৯ আক্রান্ত বলে পরিচয় দিয়ে পুলিশ এবং অন্যান্য জরুরি কর্মীদের ওপর ইচ্ছে করে কাশি দিচ্ছে। তারা বলছে এগুলো বেআইনি এবং জরুরি কর্মীদের ওপর আক্রমণ শাস্তি যোগ্য অপরাধ।

পৃথিবীর ২০টি ধনী দেশের জোট জি-টোয়েন্টি, করোনাভাইরাস মহামারি মোকাবেলায় বিশ্বব্যাপী পরিকল্পনা নিয়ে টেলিযোগাযোগের মাধ্যমে আলোচনা শুরু করেছে।

বৈঠকের আগে জাতিসংঘ হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিশ্বের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ উদ্বাস্তু এবং শরণার্থীরা যে চরম হুমকির মুখে আছে, সেটার ওপর যেন মনোযোগ দেয়া হয়। সিরিয়া এবং লিবিয়ার মত দেশ, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা খুবই দুর্বল এবং ভাইরাসের প্রাদুর্ভাব সবে শুরু হয়েছে, তারা বিশেষ করে হুমকির মুখে আছে। সূত্র : বিবিসি বাংলা

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ