স্পোর্টস ডেস্ক »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি বেক্সিমকো ঢাকা। দুই দলের জন্যই অস্তিত্ব রক্ষার ম্যাচ। জিতলে নিশ্চত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। পরাজিত দল বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে টস জিতে মুশফিকুর রহিমের ঢাকার বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
প্রথম পর্বের ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে ঢাকা। আর সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে প্লে-অফে উঠেছে বরিশাল।
রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে অসুস্থতার কারণে ফিল্ডিং করতে পারেননি তামিম। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে থাকতে হয়েছিল তাকে। রোববার কোভিড টেস্ট করানো হয়েছিল বরিশাল অধিনায়কে। ফল নেগেটিভ হওয়ায় মাঠে নেমেছেন তিনি।
এদিকে সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা।
বাংলাধারা/এফএস/এআর