৮ জুলাই ২০২৫

‘এসিড’ নিক্ষেপ করে ঝলসে দিল ভাইয়ের দেহ

বোয়ালখালী প্রতিনিধি »

উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আকুবদন্ডী গ্রামের মনির দীঘিপাড় সংলগ্ন সৈয়দ কালুর বাড়িতে ছোট ভাই খোকনের ছোড়া এসিডে ঝলসে গেছে মেজ ভাই সোহাদের (৪৫) পুরো দেহ।

রোববার (১৯ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসিডে রাখার মগ ও গরম পানি রাখার একটি ফ্লাস্ক উদ্ধার করে। আহত সোহাদকে চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোহাদের শরীরের ৮০ ভাগ ঝলসে গেছে জানিয়ে স্থানীয় ইউপি সদস্য জোবাইদা রুনু বলেন, পরিবার থেকে জেনেছি সোহাদের শরীরের ৮০ভাগ ঝলসে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, আমরা রাত ৮টার দিকে ঘটনাটি জেনেছি। এঘটনার পর খোকন পলাতক রয়েছে। সোহাদ স্থানীয় মৃত সিরাজুল হকের চারপুত্র সন্তানের দ্বিতীয়।

স্থানীয় প্রতিবেশিরা জানান, সোহাগ ও খোকনের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এ কারণে ক্ষোভের বশবর্তী হয়ে এই কাজ হতে পারে।

তারা বলেন, এসিড নাকি গরম পানি তা কেউ বলতে পারছে না। কারণ সবাই ঘুমিয়ে থাকার সময় এঘটনা ঘটে। তবে সোহাদের পুরো শরীর পুড়ে গেছে।

খোকনের স্ত্রী ফিরোজা বেগম বলেন, ভোরে আমি বাথরুমে যাই। বের হয়ে দেখি বাথরুমের দরজায় সোহাগ দাঁড়ানো। এসময় সে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আমি চিৎকার করলে আমার স্বামী খোকন ঘুম থেকে উঠে তাঁকে গরম পানি মারে।

ঘুম থেকে উঠে গরম পানি কিভাবে পেল এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ফ্লাক্সে সবসময় গরম পানি রাখি। এরপর তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান, আপাতত মনে হচ্ছে গরম পানি। ভিকটিমের অবস্থা সংকটাপন্ন। জব্দ করা মগ ও ফ্ল্যাস্ক এবং ঝলসে যাওয়া দেহের কোষ অধিকতর পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তারপর বুঝা যাবে এগুলো গরম পানি না এসিড। মামলার প্রস্তুতি চলছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ