ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

সাতকানিয়া

এসিল্যান্ডের অভিযানে ৯ কোটি টাকার সরকারি খাস পুকুর উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি সম্পত্তির একটি খাস পুকুর উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পুকুরটি স্থানীয় বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা।

রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে এক টানা অভিযান চালিয়ে সাতকানিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী পৌরসভার ঐতিহাসিক কানু পুকুর নামে পরিচিত সরকারি খাস খতিয়ানভুক্ত ৬৪ শতক জায়গা উদ্ধার করে। পরে সরকারি সম্পত্তি রক্ষায় ওই পুকুরের চারে দিকে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খাস পুকুরটি স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের দখলে রেখেছিলেন। দখলদাররা এ সম্পত্তি তাদের দাবি আদালতে ভিত্তিহীন একটি মামলা দায়ের করে পুকুরটি ভোগ করে আসছিল।

সাতকানিয়া সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, কানুপুকুরটি প্রভাবশালী ভূমিদস্যু একটি গোষ্ঠী দীর্ঘকাল ধরে অবৈধ দখলে রেখেছিল। তারা সরকারি মূল্যবান এ সম্পদটি গ্রাস করার কুমানসে একটি গোষ্ঠী বিজ্ঞ সিনিয়র জেলা জজ আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছিল। বিজ্ঞ আদালত আইনি প্রক্রিয়া শেষে সরকার পক্ষে আদেশ দেন এবং বাদীপক্ষের আরজি দোতরফাসূত্রে খারিজ করে দেন। অবশেষে বর্ণিত ভূমিতে সরকার স্বার্থ নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার অভিযান চালিয়ে
খতিয়ানভুক্ত খাস পুকুরটি উদ্ধার করা হয়। সেখানে সাইনবোর্ড স্থাপন করে সরকারি কানুপুকুরের দখল গ্রহণ করা হয়।

ভবিষ্যতে কানুপুকুরসহ যে কোনো সরকারি ভূমি অবৈধ দখলদার বিরুদ্ধে কঠোর হুশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

আরও পড়ুন