ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

এ কে সরকার শাওন’র ‘শাড়ীতে নারী’

শাড়ীতে নারী

শাড়ীতেই নারী অনিন্দ্য সুন্দরী
মহির মহিমান্বিত মানবী;
দেহাবয়বে নয় মুখাবয়বেও
উর্বশী, প্রেয়সী, দেবী।

শাড়ী পরে নন্দে ছন্দে
কোমল কমলে কামিনী,
স্বপ্নসূধায় উজ্জীবিনী
অবগুণ্ঠনে অভিমানী!

শাড়ীর ভাঁজে কারুকাজে
চারু বালা ঝলমলে,
অঙ্গন কোলে ঝিলিক খেলে
পূর্ণ শশী মখমলে!

শাড়ীতে আনাড়ি কী বাহারি
রূপমাধুরী নির্ঝর,
স্বর্ণলতার মত ধাঁধে সতত
শতরূপার শত বর!

মাতাল বায়ে আঁচল উড়ে
এলোমেলো এলোচুলে,
স্বর্গের অপ্সরী ডানাকাটা পরী
মর্তে শাড়ীতে মিলে!

ঘিয়া-গোলাপি শাড়ীতে খুঁজি
মায়ের সৌম্য শান্ত মুখ;
বেগুনী আঁচলে চির জ্বলজ্বলে
মমতাময়ী মায়ের মুখ!

আকাশী নীলে শাড়ীর আঁচলে
কন্যারা নন্দিত জম্পেশ,
শারদ সুধায় সৈকতে উথলায়
আকাশ জমিনে নির্মিশেষ!

লাল পাড় সবুজ জমিনে
বঙ্গ ললনা সুমহান,
লাল জমিনে সোনালী শানে
শাড়ীতে অপরূপা দুলহান!

হলুদ শাড়ী লাল পাড়ে
শ্বাশত গায়ে হলুদ মানানসই,
নামহারা ফুলের ছাপার শাড়ী
ললনাদের আটপৌরে যুথসই!

দুরন্ত দুর্বার চপলা কিশোরী
হলদে কমলায় বাহারী,
দুলিয়ে বেনী কাঁপায় মেদিনী
ভাইয়ের বোনটি আদুরী!

লালে নীলে কমলা আঁচলে
মিষ্টি ভাবী যেন তিলোত্তমা,
সাদা কালোয় চোখ ধাঁধায়
জগলু জানেনা তাঁর উপমা!

২৯ সেপ্টেম্বর, ২০২২ ইং
শাওনাজ ভবন, উত্তরখান, ঢাকা।

আরও পড়ুন