১.
বাতাসপ্রতীম কুয়াশার কাছে চোখ হেরে যায়।
আঁধার সাগর দেখে কারা যেন দু’বাহু হাঁকায়!
২.
সকল বিপদ নাকি একদিন হার মেনে যায়।
আমার বিপদ দেখি প্রতিদিন বীর রয়ে যায়!
৩.
কলমের অলসতা দোষে কতো যে কবিতা ইথারে হারিয়ে গেলো
সাহসের দোষে কিছু বলি নাই বলে কতো প্রেম যে হারিয়ে গেলো!
৪.
কালের জোয়ার এসে কামালের গায়ে ঝাড়ে ঝাল;
শেষ খেলা কার হবে, মহাকালে, জানে না কামাল
৫.
বহতা সময় বুঝে পাল তোলে যতো কুশীলব
সময় কোথায় যাবে জানে কি সে ? করে অনুভব ?
৬.
নিজেকে খোলাশা করো, সময়ের হাতে পায়ে ধরি;
হাসিতে উড়িয়ে দিয়ে বয়ে যায়; আমি যে কি করি ?
৭.
চারপাশে ঘিরে আছে আমার সময়;
ভীষণ অচেনা থেকে খালি কথা কয়।
৮.
কালের শরীর জুড়ে ফুটে আছে রঙিন পোষাক;
আমাকে শুনিয়ে বলে, তুই ব্যাটা তোর মতো থাক।
বাংলাধারা/এফএস/এআর