ksrm-ads

১৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

এ সপ্তাহের রাশিফল

রাশিফল

পরিশ্রম, চেষ্টা ও ভাগ্য এই তিনের সমন্বয়ে মানুষের কর্মক্ষমতা সাধিত হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবন ১২টি রাশি ও ২৭টি নক্ষত্র দ্বারা ভাগ্য প্রভাবিত। রাশি অনুযায়ী শুভ ও অশুভ সময় নির্ধারণের জন্য মাহেন্দ্র-অমৃত যোগ, করণ, তিথি, নক্ষত্র, দন্ড, বারবেলা, কালবেলা ইত্যাদি পঞ্জিকা মতে অনুসরণ করলে চলার পথে কল্যান সাধন হয় ও সর্তক হওয়া যায়। পাশ্চাত্য সংখ্যা জ্যোতিষে (মার্চ-৩ থেকে ১০) তারিখের রাশিফল বিচারে সাপ্তাহিক দিক নির্দেশনা দেওয়া হল:-

মেষ : জীবনযাত্রায় বেশ পরিবর্তনের লক্ষণ দেখা যায়। নিত্যনতুন কাজে সফলতা আসবে। ইলেক্ট্রনিক্স জিনিস ক্রয় করার সম্ভাবনা অত্যাধিক। নতুন চাকরি প্রাপ্তি হবে অন্যথায় চাকরিতে বেতন বৃদ্ধি পাবে। পিতা-মাতার সাস্থ্যের প্রতি নজর দেওয়া জরুরি। এ সপ্তাহে যানবাহন ক্রয় শুভ। দাম্পত্য সর্ম্পক পূর্বের তুলনায় ভাল দেখা যায়।
শুভ সংখ্যা – ৯ ; শুভ রং – লাল ও বেগুনি।

বৃষ: শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনের বাইরে অফিসে কথা না বললেই মঙ্গল। কোন রকম শোকের পরিবেশ তৈরী হতে পারে। আয় বুঝে ব্যয় করুন। সন্তানের আচরণ আপনাকে কষ্ট দিতে পারে। আর্থিক লেনদেন শুভ। প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য এ সপ্তাহ আপনার অনুকূলেই বলতে হয়।
শুভ সংখ্যা – ৬ ; শুভ রং – সাদা, গোলাপী, সবুজ।

মিথুন: বিদেশ যাত্রার সম্ভাবনা দেখা যায়। পাওনা আদায় করতে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। কোন ব্যক্তিগত সখের পেছনে সময় ব্যয় হতে পারে। লেনদেন শুভ। অংশীদারী ব্যবসায়ে সর্ম্পক নষ্ট হতে পারে। সাহিত্য বা সঙ্গীত চর্চা মনের ক্ষুধা মেঠাবে।
শুভ সংখ্যা – ৫ ; শুভ রং – সবুজ, সাদা ও নীল।

কর্কট: অর্থের আনুকুল্য থাকলেও সাংসারিক বিষয় নিয়ে অশান্তি দেখা দিতে পারে। যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ। ব্যস্ত একটি সপ্তাহ পার করতে যাচ্ছেন আপনি। বহুতল ভবনে উঠতে ও নামতে সাবধানতা অবলম্বন করা জরুরি। পাওনা আদায়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
শুভ সংখ্যা – ২ ; শুভ রং – সাদা, হলুদ ও হালকা বেগুনী।

সিংহ: খেলাধুলা বা প্রতিযোগিতাপূর্ণ কোন বিষয়ে সফলতা লক্ষ্য করা যায়। অর্থ লেনদেনে পরামর্শ গ্রহণ করুন নতুবা প্রতারণার শিকার হতে পারেন। আগুন বা গরম পানিতে সর্তকতা অবলম্বন জরুরি। আসবাবপত্র বা যে কোন যানবাহন ক্রয় শুভ।
শুভ সংখ্যা – ১ ; শুভ রং – লাল, হলুদ ও বেগুনী।

কন্যা : উচ্চ শিক্ষা শুভ। দান কর্ম শুভ। অপ্রয়োজনীয় অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যায়। দীর্ঘদিন পর কোন সুসংবাদ আপনাকে আলোড়িত করবে। অবৈধ নারী সঙ্গে সাবধান। ব্যবসায় ক্ষেত্রে শুভ। শিশুদের স্বাস্থ্য নিয়ে ভাবতে হতে পারে। আপন আত্মীয়ের সাথে ঝগড়া বিবাদ লক্ষণীয় বিশেষত শ্বশুড় বাড়ির লোকজনের সাথে মনোমালিন্য দেখা যায়।
শুভ সংখ্যা – ৫ ; শুভ রং – সবুজ, সাদা ও হালকা নীল।

তুলা :  উচিত কথা বলতে গিয়ে শত্রু হতে পারেন। প্রমাণ ছাড়া কোন শোনা কথায় কান না দিলে মঙ্গল হবে। দীর্ঘ দিন পর কারো সাথে যোগযোগ ও কুশল বিনিময় হতে পারে। গরীব কোন মানুষকে আর্থিক সহযোগিতা করার সুযোগ আসতে পারে। পরিবারের সবাইকে নিয়ে কোথাও ঘুরে আসুন।
শুভ সংখ্যা – ৬; শুভ রং – সাদা, সবুজ ও আকাশি

বৃশ্চিক : নতুন বিনিয়োগ শুভ। ঘরে নবাগত অতিথি আসতে পারে। অফিসিয়াল জায়গায় সর্ম্পক নষ্ট হতে পারে। তর্কে না জড়ালে উত্তম। নিজস্ব ভবনের সংস্কার কাজ এগিয়ে নিতে পারেন। লেনদেন শুভ। গাড়ি চালাতে সাবধানতা অবলম্বন জরুরি। কারিগরি দক্ষতা অর্জন আপনার ভবিষ্যতে শক্ত ভিত্তি তৈরীতে সহায়ক হবে। ক্যারিয়ারের সফলতায় আরও মনোযোগি হওয়া জরুরি।
শুভ সংখ্যা – ৯ ; শুভ রং – লাল, সবুজ ও গোলাপি।

ধনু : লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান সাফল্য নিশ্চিত। বাগান চর্চা আপনার জন্য অত্যন্ত শুভ। প্রবাসের যাত্রায় কোন প্রভাবশালী মানুষের সহযোগিতা পেতে পারেন। আইনগত কোন জটিলতা কিংবা পুলিশি মোকাদ্দমায় বিব্রত হতে পারেন। ভ্রমণ শুভ। স্ত্রী ও সন্তানের প্রতি আরও মনোযোগি হওয়ার পরামর্শ রইল।
শুভ সংখ্যা – ৩ শুভ রং – হলুদ, আকাশী ও হালকা গোলাপি।

মকর : শুভ কাজে বার বার বাধা আসলেও চিন্তার কোন কারণ নেই। ধর্মীয় বা সামাজিক সংগঠনে সময় দিতে পারেন ভবিষ্যতে বেশ কাজে দিবে। সখের কোন দ্রব্য কিনে আনতে পারেন। তেল ও চর্বিযুক্ত খাবার থেকে সাবধান। সন্তানের কাজ কর্মে দুশ্চিন্তা বাড়তে পারে। পোষা কোন প্রাণী পালন শুভ। বিদেশ যাত্রা শুভ।
শুভ সংখ্যা – ৮ শুভ রং – নীল, বেগুনি, সাদা, সবুজ।

কুম্ভ : যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে—এমন পরিস্থিতি আসতে পারে বারবার। কারো কাছ থেকে দামী কোন উপহার প্রাপ্তির সম্ভাবনা বেশ দেখা যাচ্ছে। ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে। সামাজিক কোন অনুষ্ঠানে অর্থ ব্যয়ের কারকতা দেখা যায়। শরীরের কোন স্থানে চোট পাওয়ার সম্ভাবনা বেশ প্রবল।
শুভ সংখ্যা – ৪, ৮ ; শুভ রং – নীল , সবুজ, সাদা বেগুনি।

মীন: বয়স্কদের প্রতি শ্রদ্ধাশীল হউন। আগে শুনুন তারপর বলুন। অতিরিক্ত চিন্তা আপনাকে ঘুম এবং স্বাস্থ্যের ঝুঁকিতে ফেলতে পারে। ডাক্তারের শরণাপন্ন হলে ভালো হবে। ভাই-বোনদের সাথে জায়গা সম্পত্তি নিয়ে দু-কথা চার কথা হতে পারে। হুট করে হাঁ বা না বলার আগে বেশ কবার ভেবে সিদ্ধান্ত গ্রহণ করুন পরে যেন পস্তাতে না হয়।
শুভ সংখ্যা – ৩ ও ৭ ; শুভ রং – হলুদ, আকাশী ও ক্রীম সাদা।

আরও পড়ুন