বাংলাধারা ডেস্ক »
বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে দ্বিতীয় বইমেলা শুরু হয়েছে। ২২ জুন ২০১৯ ভার্জিনিয়ার আর্লিংটনের পেন্টাগন সিটি শেরাটনের গ্র্যান্ড বলরুমে দুই দিনব্যাপী এই বইমেলা শুরু হয়। ‘আমরা বাঙালি ফাউন্ডেশন’ এই বইমেলার আয়োজন করেছে। শনিবার সকালে সংগঠনের প্রধান সমন্ময়ক সামিনা আমিনের সূচনা বক্তব্যের পর মঙ্গল শোভাযাত্রা মেলায় পরিবেশন করা হয় নৃত্য ও কবিতা পাঠ। বিকেলের অধিবেশনে সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, আনিস আহমেদ, সন্তোষ বড়ুয়া ও আমিনুল ইসলামসহ বিভিন্ন লেখকের বই নিয়ে আলোচনা করা হয়। সাহিত্যিক সেলিনা হোসেন, আনিস আহামেদ, কবি হোসাইন কবির বই আলোচনায় অংশগ্রহণ করেন।
স্যার ফজলে হাসান আবেদের সাথে ড. ফখরুদ্দিন, সাংবাদিক-কবি আনিসুল হক ও ডঃ আব্দুন নুরসহ বিভিন্ন লেখকের বই নিয়ে আলোচনা, গান, নাটক, ছড়া, কবিতা, গল্প বলা, কবিদের সাথে আড্ডা, লালনের গানসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে দুই দিনের আয়োজনে। আমরা বাঙালি ফাউন্ডেশন, সর্বজন কথা, পুথিনীলয়, অংকুর, স্বদেশ, শৈলী, প্রথম আলো, প্রীতম, সময়, ঘুংঘুর, আহমেদ পাবলিশিং, নালন্দা, কল্লোল, কথা প্রকাশ, আনন্দময়ী, ছড়াটে, বলাকা, খড়িমাটি, পঙ্খীরাজ, অন্য প্রকাশ, সন্দেশ, বিপিএলসহ ২০টি প্রকাশনী তাদের বই নিয়ে মেলায় অংশগ্রহণ করে। বিকলে ছড়া পাঠ করেন মনজুর কাদের। আবু সাঈদ রতন, জিন্নাহ চৌধুরী, খালেদ সরফুদ্দদীন, সন্তোষ বড়ুয়া, নুপুর চৌধুরী। পরিচালনায় মনজুর কাদের।
বাংলাধারা/এফএস/এমআর