কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সাবেক অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, বর্তমানে খাগড়াছড়ি জেলা প্রশাসনে একইপদে কর্মরত বিজয় কুমার সিং কে দুর্নীতি দমন কমিশন (দুদক) গ্রেপ্তার করেছে। সোমবার ১৫ মার্চ বেলা ২ টার দিকে চট্টগ্রাম শহরের জিইসি মোড় এমইএস কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদক সমম্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পিবিআই এর জেলা কার্যালয় নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে দুর্নীতির স্পেশাল ৬/২০২০ নম্বর মামলায় বিজয় কুমার সিং কে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামীরা ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় বিজয় কুমার সিং জড়িত আছেন মর্মে জবানবন্দি দেয়ায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।
একই মামলায় আরেক অভিযুক্ত সিআইপি মো. ইদ্রিস নামে আরো একজন কারাগারে রয়েছেন। তার সাথে আটক এডভোকেট নুরুল হক জেলা আইনজীবী সমিতির সভাপতির জিম্মায় জামিনে রয়েছেন। ক্রমান্বয়ে সকল অভিযুক্তকে আইনের আওতায় আনার উদ্যোগ চলছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন।
বাংলাধারা/এফএস/এআর