কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াছড়ায় আগুন লেগে ১১টি বসতঘর পুড়ে গেছে। আগুন আতংকে ১ জন শিশু সহ ২ জন নারী আহত হয়েছে বলে জানা যায়। সোমবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, নুনিয়ার ছড়া এলাকার মরহুম গোলাম ছবির ভাড়া বাসার রান্নার আগুন থেকে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পুরো কলোনি ও ৩টি পাকা ঘরে আগুন লেগে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নুনিয়ারছড়ার রাজা বাদশা নামক ব্যক্তিদের ভাড়া বাসায় আগুন দেখতে পেয়ে ফায়ারসার্ভিসকে অবহিত করা হয়। কিন্তু ফায়ারসার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুনে পুড়ে যায় ১১ টি ঘর।
কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান জানান, আগুন দেখেই ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ারসার্ভিস এর সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে পুড়ে ১১ টি ঘরে ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। পরে কক্সবাজার সদর মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা এসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেন।