কক্সবাজার শহরের আবাসিক হোটেলের কক্ষে পৌর আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিন আহমেদকে ফিল্মি স্টাইলে হাত বেঁধে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যাওয়া যুবককে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর বাইক নিয়ে পালিয়ে আত্মগোপনে যাবারকালে সোমবার রাতে টেকনাফের হোয়াইক্যং থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো. রোকনুজ্জামান।
অভিযুক্ত তরুণ আশরাফুল ইসলাম (১৮) কক্সবাজার শহরের ইসলামপুরের দক্ষিণ পাহাড়তলী এলাকার মো. হাসেম প্রকাশ কাসেম মাঝির ছেলে। তারা পুরোনো রোহিঙ্গা।
নিহত সাইফ উদ্দিন কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনার পাড়ার সাবেক আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি এলাকার কাদেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। এছাড়া তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের গত কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো. রোকনুজ্জামান বলেন, কক্সবাজার শহরে চাঞ্চল্যকর ভাবে হোটেলে হত্যা করা হয় সাইফ উদ্দিনকে। হত্যার পর খুনি হোটেল হতে বেরিয়ে সাইফ উদ্দিন আহমেদের বাইক নিয়ে সটকে পড়ে সেটা সিসিটিভি ফুটেজে সবাই দেখেছি। এরপর হতেই খুনিকে ধরতে সকল সড়কে চেকপোস্ট করা। সোমবার (২১ আগস্ট)দিনগত রাত ১টার মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি সামনের চেকপোস্টে পালকি বাস তল্লাশি করে তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, তাকে জিজ্ঞাসাবাদে উল্লিখিত করেছে- আত্মগোপনে চলে যেতে টেকনাফের কোন একটি ক্যাম্পে যাবার জন্য রাতে গাড়িতে উঠেছিল। কক্সবাজার জেলা পুলিশের উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে আটক আরশাফুল আ’লীগ নেতা সাইফ উদ্দিন আহমেদ হত্যাকান্ডে সেই জড়িত বলে উল।
উল্লেখ্য, গত সোমবার (২১ আগস্ট) সকালে কক্সবাজার শহরের হলিডে মোড়ের হোটেল সানমুনের দ্বিতীয় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছিল পুলিশ। এ হত্যাকান্ডের পর কক্সবাজার জেলা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি তোলপাড় সৃষ্টি হয়েছে।এরপর জেলা আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল করে প্রতিবাদ করে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছিল।
নিহত সাইফ উদ্দিনকে হত্যাকারীরা হোটেলের কক্ষের ভেতর হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনার একদিন পর তার লাশ কক্ষের ভেতরে বিছানায় পাওয়া যায়। তবে এ ঘটনায় মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানা গেছে।