জেলা প্রতিনিধি, কক্সবাজার »
কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফের আরেক ইজিবাইক (টমটম) চালক নিহত হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে শহরের বিজিবি ক্যাম্প প্রধান সড়কের আমগাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত টমটম চালক মিজানুর রহমান (২৬) মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার আনসার উল্লাহর ছেলে।
মিজানের স্বজনরা জানান, শহর থেকে বাস টার্মিনালের টমটমের গ্যারেজে যাওয়ার পথে আমগাছ তলায় ছিনতাইকারীরা মিজানের মোবাইল ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত মিজানকে হাসপাতালে নেয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। মিজানের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ছিনতাই হওয়া এলাকায় সন্ধ্যার পর হতে শহর পুলিশ ফাঁড়ির একটি টিম ডিউটি করে। মধ্যরাত পর্যন্ত তারা সেখানে থাকে। কিন্তু গতরাতে এ ছিনতাইয়ের সময় সেখানে পুলিশকে ডিউটিতে দেখা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরই খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে বলে উল্লেখ করেন ওসি।
উল্লেখ্য, কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্পেট এ আমগাছ তলা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে টমটম চালক, কর্পোরেট কোম্পানির সেলস্ ম্যান, পথচারি নিহত হয়৷ আহত হয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। সর্বশেষ নিহত হলো মিজান। এরপরও এখানে ছিনতাইয়ে জড়িতদের প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। যা নিয়ে স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক ও পথচারীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।