জেলা প্রতিনিধি, কক্সবাজার »
কক্সবাজার সদরের খুরুশকুল পূর্ব হামজার ডেইল এলাকায় নাজমা আক্তার (১৫) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) বেলা ১২ টার দিকে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী।
নাজমা খুরুশকুল পূর্ব হামজার ডেইল এলাকার মো. আমজাদের মেয়ে।
স্থানীয় সমাজকর্মী মো. আনোয়ার জানান, পূর্ব হামজার ডেইল পাহাড়ের এক পাশে আমজাদের ঘর। শনিবার দুপুরে ঘরের ভিতরে প্রতিবেশিরা ঝুলন্ত অবস্থায় নাজমাকে দেখেন। সাথে সাথে সদর থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ রওনা দিয়েছে বলে জানান তিনি।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করলে বিস্তারিত জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমার ঘরের পাশের কয়েকজন যুবক সকাল সাড়ে ১০ টার দিকে পালিয়ে যায়। এমনকি কয়েকটি পরিবার ঘরে তালা লাগিয়ে আত্মগোপনে চলে গেছে।
স্থানীয়রা ধারণা করছে, হয়ত পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে নাজমার সাথে পলাতক যুবকরা কোন খারাপ কাজ করেছে। যার অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। হয়তবা তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি এখনো রহস্যজনক।
বাংলাধারা/এফএস/এআই