জেলা প্রতিনিধি, কক্সবাজার »
কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি জনপদ ঈদগড়ের চিহ্নিত অপরাধী কলিম উল্লাহ ওরফে কলিম ডাকাতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্র, মাদক, অপহরণ, দখলবাজিসহ ১০-১২টি মামলা বিচারাধীন রয়েছে। এরমধ্যে অনেক মামলায় তিনি পলাতক।
রবিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে কলিম উল্লাহকে ঈদগড় বাজার থেকে গ্রেফতার করে ঈদগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটক কলিম উল্লাহ (৩৮) ঈদগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পানিশ্যাঘোনা এলাকার নুরুল হকের ছেলে।
পুলিশ সূত্র জানায়, বেশ কয়েকটি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল কলিম উল্লাহর বিরুদ্ধে। গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জাফর উল্লাহর নির্দেশে এএসআই ইমাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতিমধ্যে সদর সার্কেল, রামু এবং ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈদগড় যান বলে জানান এএসআই ইমাম হোসেন।
উল্লেখ্য, ২০২০ সালে ঈদগাঁও ঈদগড় সড়কে তরুণ সংগীত শিল্পী জনি রাজ দে’কে কুপিয়ে হত্যা করে একদল ডাকাত। ওই ঘটনায় কলিমের সম্পৃক্ততা থাকার সন্দেহে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছিল। জামিনে বেরিয়ে তিনি ফের অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েন বলেও জানান স্থানীয়রা।