ksrm-ads

১১ সেপ্টেম্বর ২০২৪

ksrm-ads

কক্সবাজারে রেল চলাচল শুরু

n

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর নানা কর্মসূচিতে সৃষ্ট অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় সারা দেশের মতো কক্সবাজারেও বন্ধ ছিল রেল চলাচল। সেই ধারাবাহিকতায় দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) হতে ফের রেল আসা-যাওয়া শুরু করেছে পর্যটন নগরী কক্সবাজারে। ফলে, রেল পথ ব্যবহার করে সাচ্ছন্দ্য পাওয়া পর্যটক এবং স্থানীয় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় কক্সবাজার এক্সপ্রেস রেলটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বলে নিশ্চিত করেছেন, কক্সবাজারের আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।

তিনি জানান, কক্সবাজার স্টেশন থেকে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। রাতে আন্তঃনগর পর্যটক এক্সপ্রেসও ঢাকার উদ্দেশে ছেড়ে যাবার কথা রয়েছে। এছাড়া, ১৬ আগস্ট শুক্রবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী আরো বলেন, কোটা সংস্কার বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আইকনিক রেল স্টেশন এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো লাইন বা স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তার মতে- নিরাপত্তাজনিত কারণে গত ১৮ জুলাই থেকে আংশিক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ১৯ জুলাই থেকে বন্ধ হয় পুরোপুরি। আর গত ৯ আগস্ট অন্তবর্তিকালীন সরকার দায়িত্ব নেয়ার পর সেনাবাহিনীর তত্পরতায় ধীরে নিরাপত্তা স্বাভাবিক হয়ে এসেছে। ফলে, ঢাকা-চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ আবারও সচল করা হয়েছে।

আরও পড়ুন