জেলা প্রতিনিধি, কক্সবাজার»
কক্সবাজার জেলায় ১ লাখ ১৫ হাজার ৮৬৭ জন নিম্ন আয়ের মানুষ ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পেতে তালিকাভুক্তি হয়েছে। সরকার অনুমোদিত ডিলারের মাধ্যমে পবিত্র রমজান উপলক্ষে প্রতিজনকে ২ কেজি করে সয়াবিন তেল, ডাল ও ছোলা ভর্তুকি মূল্যে বিক্রি করা শুরু হয়েছে।
রবিবার (২০ মার্চ) সকাল ১০ টায় শহিদ দৌলত মাঠে আনুষ্ঠানিক টিসিবির পণ্য বিক্রি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
রমজান শুরুর পূর্বে জেলার চারটি পৌরসভা ও উপজেলাসমূহ মিলে ১৭ স্পটে ১৬ হাজার ৬৩৯ জন ফ্যামিলি কার্ডধারী ব্যক্তি ছাড়া অন্য কেউ এই সুবিধা পাবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
ডিসি মো. মামুনুর রশীদ বলেন, রমজান উপলক্ষে জেলা প্রশাসনের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্যোগ নিয়েছে সরকার।
এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহিদ ইকবাল, মো. আমিন আল পারভেজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবীরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা সদরের মতো উপজেলাগুলোতেও একই ভালে ভূর্তকির পণ্য বিক্রি শুরু হয়েছে। কক্সবাজার সদর উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্য টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) সকালে সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুল আলম চৌধুরী, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।
সদর ইউএনও মিল্টন রায় জানান, পবিত্র রমজান উপলক্ষে সদরের কক্সবাজার পৌরসভা ও ১০ ইউনিয়নের ২২ হাজার মানুষ সাশ্রয়ী মূল্য টিসিবির এই পণ্য ক্রয় করতে পারবেন।
এর আগে টিসিবির পণ্য বিষয়ে শনিবার (১৯ মার্চ) বিকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।