ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

কক্সবাজারে ৪৪ হাজার ইয়াবাসহ ডিবির জালে যুবক

জেলা প্রতিনিধি, কক্সবাজার »

কক্সবাজারের বাজারঘাটায় অভিযান চালিয়ে এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ৪৪ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার বাজারঘাটাস্থ নাপিতাপুকুর এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি সাইফুল আলম।

গ্রেফতারকৃত মাদক কারবারি মহিউদ্দিন (৪৫) কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকার আক্তার কামালের ছেলে। তিনি বর্তমানে কক্সবাজার পৌরসভার বাজার ঘাটাস্থ নাপিতাপুকুর এলাকায় স্থায়ীভাবে বাস করেন।

অভিযানে নেতৃত্বদানকারী ডিবির ওসি সাইফুল আলম জানান, শহরের বাজারঘাটায় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদকের রমরমা বাণিজ্য করছে এমন খবর পেয়ে সোর্স লাগানো হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের মহিউদ্দিনের বাড়িতে হস্তান্তরের জন্য মাদক রাখা আছে খবর পেয়ে পুলিশ সুপার মাহফুজুল ইসলামের নির্দেশনায় ডিবির বিশেষ টিম অভিযান চালায়। অভিযানে মহিউদ্দিনের বাড়ি হতে চুয়াল্লিশ হাজার পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ৩৭ হাজার টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধারের পর জব্দ করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মহিউদ্দিন এলাকায় মানুষের ধারণা পালটাতে নিয়মিত নামাজ আদায় করলেও ছদ্মবেশে দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান পাচার করে আসছে। তাকে রিমান্ডে এনে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এঘটনায় ডিবির ওসি সাইফুল আলম নিজে বাদী হয়ে গ্রেফতারকৃত আসামি মহিউদ্দিনসহ আর পলাতক কয়েকজনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

পর্যটন নগরীকে মাদক মুক্ত করতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন ওসি ডিবি।

আরও পড়ুন